ফায়ার সেফটি অফিসার/ম্যানেজার ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর

পঞ্চম অধ্যায় স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা

  • সাধারন কাজ এর জন্য কত লাক্স প্রয়োজন?

         উত্তরঃ মেঝে হতে ১মিটার বা ২৯.৩৭” উচ্চতায়   কমপক্ষে ৩৫০ লাক্স (Lux) আলো থাকতে হবে সূত্র: বিধিমালা-৪৯(১)

ষষ্ঠ অধ্যায় –  নিরাপত্তা

  • কোন প্রতিষ্ঠানে কতজন লোকের জন্য, কতটি বর্হি:গমন পথ থাকিতে হইবে ?

         উত্তরঃ প্রতিষ্ঠানের ভবনের প্রতিটি কক্ষ যেখানে ২০ জনের  অধিক সংখ্যক ব্যক্তি কাজ করেন সেই ক্ষেত্রে অন্যূন দুইটি করিয়া বর্হি:গমন পথ থাকিতে হইবে।

সূত্র-বিধিমালা-৫৪(১)

  • একজন শ্রমিক ফ্লোরের যেখানেই কাজ করুক না কেন সর্বোচ্চ কত মিটারের  মধ্যে বর্হিগমন পথ থাকতে হবে ?

        উত্তরঃ বর্হিগমন পথ কোন শ্রমিকের কাজের স্থান হইতে পঞ্চাশ মিটারের অধিক দূরত্বে হইবে না এবং উহা প্রস্থে ১.১৫ মিটার এবং উচ্চতায় ২.০০ মিটারের কম হইতে পারিবে না। সূত্র-বিধিমালা-৫৪(২)

৬ তলা পর্যন্ত উচ্চতা বিশিষ্ট ভবনের কোন সিঁড়ি ১.১৫ মিটারের কম প্রশস্ত হইবে না এবং ৬ তলার অধিক উচ্চতাসম্পন্ন ভবনের সিঁড়ি ২.০০ মিটারের কম প্রশস্ত হইবে না। সূত্র-বিধিমালা-৫৪(৭)

  • সিড়িঁর রেলিং স্থাপনের জন্য প্রশস্ততা কত হলে উভয় দিকে হ্যান্ড রেইল যুক্ত থাকিতে হইবে ( বিধি বলবৎ হবার পর) ?

        উত্তরঃ প্রস্থে ১.১৫ মিটার । সূত্র-বিধিমালা-৫৪(৫)

  • কোন সিঁড়ি সমতল হইতে কত ডিগ্রি কোণের অধিক কৌণিক দূরত্বে নির্মাণ করা   যাইবে না ?

         উত্তরঃ ৪৫ ডিগ্রি । সূত্র-বিধিমালা-৫৪(৬)

  • বর্হিগমন সিড়ির প্রশস্থতা কত হতে হবে ?

         উত্তরঃ ৬ তলা পর্যন্ত-৪৫ইঞ্চি/১.১৫ মি. এবং ৭ তলা থেকে উপরে -৭৮ ইঞ্চি/২.০০ মি. (বাড়ানোর সুযোগ না থাকলে- ৩২ ইঞ্চি/০.৮২ মি. বিধি প্রনয়নের পূর্বে তৈরি হলে) ।

   সূত্র-বিধিমালা-৫৪(৭)

  • একটি বর্হিগমন থেকে আরেকটি বর্হিগমনের দুরুত্ব সর্বোচ্চ কত মিটারের মধ্য থাকতে হবে ?

         উত্তরঃ দুইটি বহির্গমন পথ বা সিঁড়ি ৫০ মিটারের অধিক দূরত্বে এবং পরস্পরের সন্নিকটে হইবে না এবং কমপক্ষে অর্ধেক সংখ্যক সিঁড়ির শেষ প্রান্ত ভবনের বহির্মুখী হইতে হইবে। সূত্র: বিধি-৫৪(৮)

  • সিঁড়িতে পর্যাপ্ত বায়ু চলাচল আলোর ব্যবস্থা থাকিতে হইবে যেন সিড়িঁটি ধোঁয়াচ্ছনড়ব বা অন্ধকারাচ্ছনড়ব না হইতে পারে এবং চিলেকোঠায় অবস্থিত দরজা কাজ চলাকালীন বন্ধ বা তালাবদ্ধ রাখা যাইবে না। সূত্র-বিধিমালা-৫৪(9)
  • প্রতিটি ফ্লোরের ন্যূনতম একটি গ্রীলবিহীন জানালা থাকিবে যা কব্জাসংযুক্ত হইতে হইবে এবং যাহাতে জরুরি প্রয়োজনে খুলিয়া লেডার বা দড়ির মই এর সাহায্যে নীচে নামিয়া আসা যায় এবং নীচ তলায় শক্ত দড়ির জাল সংরক্ষণ করিতে হইবে যাহাতে অগিড়ব দুর্ঘটনার সময় জরুরি প্রয়োজনে দড়ি বহিয়া উক্ত জালে অবতরণ করা যায়। সূত্র-বিধিমালা-৫৪(10)
  • কত বর্গফুট এরিয়ার জন্য ১টি হোজরিল প্রয়োজন ?

        উত্তরঃ প্রতি ৯১৪৯ বর্গফুটের জন্য বা প্রতি ৮৫০ বর্গমিটার স্থানের জন্য ১টি। উহাতে অবারিত পানির সংযোগ থাকিবে এবং প্রতি বৎসর নূম্নতম একবার পরীক্ষার ব্যবস্থা করিতে হইবে : তবে শর্ত থাকে যে, অগ্নি নির্বাপনের বিকল্প ব্যবস্থা সম্পর্কে নিশ্চিত হইয়া উহা লিখিতভাবে রেকর্ডপূর্বক মহাপরিদর্শক কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই অনুচ্ছেদের বিধান প্রতিপালন শিথিল করিতে পারিবেন। সূত্র: বিধি-৫৫(১) (ঘ)

  • প্রতিষ্ঠানের প্রতি তলায় কয়টি পানি ভর্তি ড্রাম এবং ধাতব পদার্থ দ্বারা নির্মিত লাল রংয়ের খালি বালতি ঝুলন্ত অবস্থায় সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করিতে হইবে ?

        উত্তরঃ প্রতি ১০০০ বর্গমিটার মেঝে এলাকার জন্য ২০০ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন পানি ভর্তি একটি ড্রাম এবং ১০ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন চারটি করিয়া ধাতব পদার্থ দ্বারা নির্মিত লাল রংয়ের খালি বালতি ঝুলন্ত অবস্থায় সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করিতে হইবে এবং প্রতিটি বালতি বাংলাদেশ ষ্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন অনুযায়ী যথাযথ মানসম্পন্ন হইতে হইবে। তবে শর্ত থাকে যে, প্রতিষ্ঠানটি যদি ফায়ার হাইড্রেন অথবা স্পির্স্কলার দ্বারা সুরক্ষিত থাকে তবে উপরি-উক্ত বিধানাবলি প্রযোজ্য হইবে না। সূত্র: বিধি-৫৫(১)

  • কত বর্গফুট এরিয়ার জন্য ১টি ফায়ার এক্সটিংগুইসার (এবিসি) প্রয়োজন ?

         উত্তরঃ প্রতি ৯৬৮ বর্গফুটের বা ৯০ বর্গমিটার অধিক আয়তনের মেঝে বিশিষ্ট প্রতিষ্ঠানের এবং যেখানে দাহ্য তরল, বৈদ্যুতিক সরঞ্জাম এবং দাহ্য ধাতু ব্যতীত অন্য দাহ্য বস্তু হইতে আগুন লাগিতে পারে সেখানে উপ-বিধি (১) এ উল্লিখিত নির্ধারিত বালতির অতিরিক্ত প্রতি ৯০ বর্গমিটার স্থানের জন্য একটি ড্রাই কেমিক্যাল পাউডার অগ্নিনির্বাপক বা অনুরূপ ধরনের বহনযোগ্য অগিড়ব নির্বাপক যন্ত্র রাখিতে হইবে।

সূত্র: বিধি-৫৫(2)

(৩) যে সব প্রতিষ্ঠানে দাহ্য তরল হইতে বা †MøvR বা পেইন্ট হইতে আগুন লাগিতে পারে, সেখানে উপ-বিধি (২) এ বর্ণিত মাত্রায় অগ্নিনির্বাপক যন্ত্র রাখিতে হইবে এবং সেইগুলি ফোম টাইপ, ড্রাই কেমিক্যাল পাউডার (এ বি সি টাইপ), কার্বন-ডাই-অক্সাইড, অগ্নিনির্বাপক বা অনুরূপ ধরনের হইতে হইবে।

(৪) যেসব প্রতিষ্ঠানে বৈদ্যুতিক যন্ত্রাদি হইতে আগুন লাগিবার সম্ভাবনা থাকে সেইখানে উপ-বিধি (২) এ বর্ণিত মাত্রায় অগ্নিনির্বাপক যন্ত্র রাখিতে হইবে এবং উহা কার্বন-ডাই-অক্সাইড, ড্রাই ক্যামিকেল পাউডার নির্মিত বা অনুরূপ পদার্থ m¤¦wjZ হইতে হইবে।

(৫) যে সব প্রতিষ্ঠানে ম্যাগনেশিয়াম, এ্যালুমিনিয়াম বা জিংক-এর গুঁড়া বা চাঁচ অথবা অন্য দাহ্য ধাতু হইতে আগুন লাগিবার সম্ভাবনা থাকে সেইখানে কার্বন-ডাই-অক্সাইড বা ফোম টাইপের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করা যাইবে না এবং সেইখানে আগুন নিভানোর জন্য ড্রাই কেমিক্যাল পাউডার (‘ডি’ টাইপ), পর্যাপ্ত পরিষ্কার মিহি শুকনা বালি, পাথরের গুঁড়া এবং অন্য অদাহ্য পদার্থ মজুদ রাখিতে হইবে।

  • ফায়ার এক্সটিংগুইসার কতটুকু উপরে রাখিতে হইবে ?

         উত্তরঃ প্রযোজ্য ক্ষেত্রে দেওয়াল (supporting wall) অথবা কাঠের, ধাতব ও প্লাস্টিকের তৈরি কেবিনেটে এমনভাবে স্থাপণ করিতে হইবে যেন অগ্নিনির্বাপক যন্ত্রের তলদেশ ভূসমতল ((ground level)) হইতে ১০০০ মিলিমিটার (৩.২৮০৮৪ ফুট) উপরে হয়। সূত্র: ৫৫(৭)(ঘ)

   সূত্র: বিধি-৫৫(৭)(গ, ঙ)

(গ) যতদূর সম্ভব প্রত্যেক ফ্লোরের বর্হিগমন হইবার পথ (Exit) অথবা সিঁড়ির ভূসংযোগস্থল (Stair Landing) এর নিকটবর্তী স্থানে স্থাপন করিতে হইবে, তবে লক্ষ্য রাখিতে হইবে যেন কোন অবস্থাতেই জরুরি নির্গমন বাঁধাগ্রস্থ না হয়;

(ঙ) প্রত্যেক ফ্লোরের একই স্থানে স্থাপন করিতে হইবে;

  • ইভাকুয়েশন (Evacuation Plan) প্লান ফ্লোরের কোথায় স্থাপন করতে হবে ?

         উত্তরঃ প্রত্যেক প্রতিষ্ঠানের ভবনের প্রত্যেক ফ্লোরে সহজে দৃশ্যমান এক বা একাধিক স্থানে বহির্গমন পথের নকশা (Evacuation Plan) প্রদর্শনের ব্যবস্থা রাখিতে হইবে।

     সূত্র: বিধি- ৫৫(৮)

  • শতকরা কতজন শ্রমিককে ফায়ার ট্রেনিং দিতে হবে ?

         উত্তরঃ ১৮% এবং ৩টি কমিটিতে বিন্যাস করতে হবে( Fire fighting)-অগ্নিনির্বাপণ, Rescue team-উদ্ধারকারী and First Aid -প্রাথমিক চিকিৎসা) এবং ফরম-২২ অনুযায়ী এতদসম্পকির্ত রেকর্ড সংরক্ষণ করিতে হইবে। সূত্র: বিধিমালা-৫৫ (১০)

  • অগ্নিনির্বাপণ, উদ্ধারকারী ও প্রাথমিক চিকিৎসা দলরে নির্ধারিত পোশাক কমেন হইবে ?

         উত্তরঃ(ক) অগ্নিনির্বাপণ দল হলুদ রং এর এপ্রোণ পিছনে লাল রং এ ‘আগুন’ (Fire) লিখা থাকিবে

(খ) উদ্ধারকারী দল হলুদ রং এর এপ্রোণ পিছনে লাল রং এ ‘উদ্ধার’ (Rescue) লিখা থাকিবে

(গ) প্রাথমিক চিকিৎসা দল সাদা রং এর এপ্রোণ পিছনে লাল রং এ ‘প্রাথমিক চিকিৎসা (First Aid) লিখা থাকিবে। উল্লিখিত তিনটি দলকে প্রতি ছয় মাস অন্তর পুনঃপ্রশিক্ষণ প্রদান করা। সূত্র: বিধিমালা- ৫৫ (১১)(ক)(খ)(গ), ১২

  • কতজন শ্রমিকের জন্য একজন ট্রেনিং প্রাপ্ত সেইফটি কর্মকর্তা রাখিতে হইবে?

         উত্তরঃ ৩০০ জন [সংশোধনী-২০২২ইং]

      সূত্র: বিধিমালা-৫৫ (১২)

  • ফায়ার ফাইটিং টিমকে কত মাস পর পর পুন:প্রশিক্ষন দিতে হবে ?

         উত্তরঃ ৬ মাস

      সূত্র: বিধিমালা-৫৫(১২)

  • কত জন লোক থাকলে অগ্ননির্বিাপন মহড়ার আয়োজন করতে হইবে এবং কতবার ?

        উত্তরঃ ৫০ বা ততধকি শ্রমকি/র্কমচারী সম্বলতি কারখানা ও প্রতষ্ঠিানে

ধারা ৬২(৮) অনুসারে প্রতি ছয় মাসে অন্তত একবার অগিড়বনির্বাপণ ও দুর্ঘটনার সময় জরুরি নির্গমনের মহড়ার আয়োজন করিতে হইবে এবং ফরম-২২(ক) অনুযায়ী রেকর্ডবুক সংরক্ষণ করিতে হইবে এবং মহড়া আয়োজনের কমপক্ষে ১৫ দিন পূর্বে সংশ্লিষ্ট পরিদর্শক এবং নিকটস্থ ফায়ার সার্ভিস স্টেশনকে লিখিতভাবে অবহিত করিতে হইবে।

     সূত্র: ধারা- ৬২(৮), বিধিমালা-৫৫(১৪)

  • অগ্নি নির্বাপনের জন্য জলাধারে কমপক্ষে কত লিটার পানি সংরক্ষন করতে হবে ?

       উত্তরঃ ৫০০০ লিটার এবং উহা সব সময় পানি দ্বারা পূর্ণ থাকিতে হইবে এবং হোজরিলের সহিত সংযুক্ত রাখিতে হইবে। তবে অগ্নি নির্বাপণের লক্ষে পাইপের মাধ্যমে সংযুক্ত করিয়া [পরিকল্পনা ও নক্সা মহাপরিদর্শক বা ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শকের অনুমোদন ক্রমে] যান্ত্রিক গভীর নলকপ‚ (Deep tubewell) বা বৈদ্যুতিক পাম্পযুক্ত জলাধারের ব্যবস্থা করিতে পারিবেন। তবে শর্ত থাকে যে, এই ক্ষেত্রে মহাপরিদর্শক বা ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শক উপ-বিধি (১৫) প্রতিপালন হইতে অবহতি প্রদান করিতে পারিবেন।

সূত্র: বিধিমালা-৫৫(১৫)(১৬)

  • নিরাপদ বিদ্যুৎ ব্যাবস্থা নিশ্চিত করিতে কি করিতে হইবে ?

        উত্তরঃ প্রতি ১২ (বারো) মাসে অন্তত একবার অথবা সার্টিফিকেটে প্রদত্ত মেয়াদ শেষ হইবার পূর্বে একজন উপযুক্ত লাইসেন্সপ্রাপ্ত ওয়ারিং পরিদর্শক বা প্রতিষ্ঠান দ্বারা কারখানা বা প্রতিষ্ঠানের পূর্ণাংগ আর্থিং (earthing) ও ওয়ারিং (wiring)পরীক্ষা করাইয়া ফলাফলসহ প্রত্যয়নপত্র সংরক্ষণ করিতে হইবে। সূত্র: বিধি- ৫৮(৮)                                                                                                                          

  • বৈদ্যুতিক ওয়্যারিং ও উহা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাকে প্রদান করা যাইবে ?

         উত্তরঃ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে সনদপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত অন্য কোন ব্যাক্তিকে প্রদান করা যাইবে না। ব্যবহার্য বৈদ্যুুতিক যন্ত্রপাতির ধরন, পরিকল্পনা এবং কারখানার যে কোন অংশে যেখানে দহনযোগ্য বিস্ফোরক মিশ্রণ ব ̈বহৃত হয় বা জমা রাখা হয় সেই অংশের বৈদ্যুুতিক তারের লাইন লাগানোর ক্ষেত্রে মহাপরিদর্শককে অবহিত করিতে হইবে। সূত্র: বিধি- ৫৮(৮)(৯)

(২) কারখানা বা প্রতিষ্ঠান উৎপাদনে যাইবার পূর্বে বা ব্যবসা বা সেবা চালু করিবার পূর্বে অবশ্যই বৈদ্যুতিক ওয়্যারিং এর উপযুক্ততা সনদ সরকার কর্তৃক অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হইতে গ্রহণ করিতে হইবে।

  • যন্ত্রপাতি স্থাপনের ক্ষেত্রে দেওয়াল হইতে যন্ত্রের দূরত্ব কত ?

         উত্তরঃ যন্ত্রপাতি স্থাপন এবং চলাচলের রাস্তা। প্রতিষ্ঠানের কোন স্থানে যন্ত্রপাতি স্থাপনের ক্ষেত্রে দেওয়াল হইতে যন্ত্রের দূরত্ব কমপক্ষে ১ মিটার হইতে হইবে এবং স্থাপিত যন্ত্র বা যন্ত্রসারির পাশে কমপক্ষে ১ মিটার প্রশস্ত চলাচলের রাস্তা থাকিতে হইবে : তবে শর্ত থাকে যে, বর্তমানে চলমান প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্থান সংকুলানের ব্যবস্থা না থাকিলে দেওয়াল হইতে যন্ত্রপাতির দূরত্ব এবং চলাচলের রাস্তা ন্যূনতম ০.৭৫ মিটার রাখা যাইবে। সূত্র: বিধিমালা- ৫৯

  • আইলস মার্ক কমপক্ষে কত ইঞ্চি এবং করিডোর কমপক্ষে কত ইঞ্চি (যন্ত্রপাতি স্থাপন এবং চলাচলের রাস্তা) প্রশস্ত হতে হবে ?

        উত্তরঃ ৩৯.৩৭ ইঞ্চি এবং ৪৫ ইঞ্চি। যন্ত্রপাতি স্থাপনের ক্ষেত্রে দেওয়াল হইতে যন্ত্রের দূরত্ব কমপক্ষে ১ মিটার হইতে হইবে এবং স্থাপিত যন্ত্র বা যন্ত্রসারির পাশে কমপক্ষে ১ মিটার প্রশস্ত চলাচলের রাস্তা থাকিতে হইবে তবে স্থান সংকুলানের ব্যাবস্থা না থাকিলে দেওয়াল হইতে যন্ত্রপাতির দূরত্ব এবং চলাচলের রাস্তা নূন্যতম ০.৭৫ মিটার রাখা যাইবে।

      সূত্র: বিধি-৫৯

  • যন্ত্রপাতি পরীক্ষার প্রতিবেদনে বিবরণসমূহ কত নং ফরম অনুযায়ী রক্ষিত রেজিস্টারে লিপিবদ্ধ করিয়া রাখিতে হইবে ?

       উত্তরঃ ধারা ৬৮(ক)(৩) ও ৬৯(১)(গ) এর ক্ষেত্রে প্রত্যেক পরীক্ষার প্রতিবেদনের বিবরণসমূহ ফরম-২৪ অনুযায়ী রক্ষিত রেজিস্টারে লিপিবদ্ধ করিয়া রাখিতে হইবে এবং উহা পরিদর্শনের জন ̈ সংরক্ষিত থাকিতে হইবে ।

    সূত্র: বিধি-৬০(১) (ঘ)

(ঞ) ১৮ বৎসরের নিবয়স্ক কোন ব্যক্তিকে, পর্যাপ্ত শক্তি বা অন্য যে কোনভাবে চালিত বা চালককে সংকেত দেওয়ার জন্য চালিত হউক না কেন, নিয়োগ করা যাইবে না;

    সূত্র: বিধি-৬০(১) (ঞ)

  • সিলিন্ডারের প্রেসার কত ?

         উত্তরঃ তামা বা অন্য কোন অলৌহ ধাতু দ্বারা তৈরি সাইজিং সিলিন্ডারের মত পাতলা দেওয়ালের প্রেসার ভেসেলের ক্ষেত্রে নিরাপদ কাজের প্রেসার পাঁচ বৎসর মূল ওয়ার্কিং প্রেসার হইতে প্রতি বৎসর শতকরা পাঁচভাগ হারে হ্রাস করিতে হইবে এবং কোন অবস্থাতেই ২০ বৎসরের অধিক অনুরূপ সিলিন্ডার ব্যবহার করা যাইবে না।

সূত্র: বিধি- ৬২(2)

  • ওজন ?

        উত্তরঃ অতিরিক্ত ওজন।(১) কোন প্রতিষ্ঠানের কোন পুরুষ বা মহিলাকে নি¤বর্ণিত ওজনের অতিরিক্ত ওজনবিশিষ্ট কোন দ্রব্য, যন্ত্রপাতি, হাতিয়ার বা সরঞ্জাম কাহারো সাহায্য ব্যতীত হাতে বা মাথায় করিয়া উত্তোলন, বহন বা অপসারণের উদ্দেশ্যে নিয়োগ করা যাইবে না, যথা:

(ক) প্রাপ্তবয়স্ক পুরুষ …. ৫০ কিলোগ্রাম; এবং

(খ) প্রাপ্তবয়স্কা মহিলা …………..৩০ কিলোগ্রাম

(২) পরিবহণের জন্য ব্যবহৃত রাস্তা অবশ্যই এমনভাবে বাঁধামুক্ত হইতে হইবে যাহাতে শ্রমিকের হোঁচট খাইবার সম্ভবনা না থাকে এবং কোন মতেই উহা পিচ্ছিল হইতে পারিবে না :

তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে ওজন বহন করিয়া উপরে উঠাইতে হয় সেই ক্ষেত্রে উপরি-

উক্ত পরিমাণ কর্মক্ষেত্রের পরিবেশ অনুযায়ী পরিদর্শকের নির্দেশ মোতাবেক কম করিতে হইবে যাহা প্রাপ্তবয়স‹ পুরুষের ক্ষেত্রে ৪০ কিলোগ্রাম এবং প্রাপ্তবয়স্কা মহিলাদের ক্ষেত্রে ২৫ কিলোগ্রামের অধিক হইবে না। সূত্র: বিধি- ৬৩

সপ্তম অধ্যায় –  স্বাস্থ্য, স্বাস্থ্য বিধি ও নিরাপত্তা সম্পর্কে বিশেষ বিধান

  • শব্দ সর্বোচ্চ কত ডেসিবল এর বেশী হলে বিপদজনক ধরা হবে ?

         উত্তরঃ ৮০ ডেসিবল

     সূত্র: বিধিমালা- ৬৮(১)(র)

  • এম এস ডি এস ?

         উত্তরঃ প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানে মানুষের শরীরের জন্য ক্ষতির কারণ হইতে পারে এমন রাসায়নিক পদার্থ ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সর্তকতা সম্পর্কিত লিখিত নোটিস এম এস ডি এস (Material Safety Data Sheet) সহজে সকলের দৃষ্টিগোচর হয় এমন স্থানে প্রদর্শন করিবেন।

সূত্র: বিধিমালা- ৬৮(১০)

  • দুর্ঘটনার নোটিস প্রদান ?

         উত্তরঃ(১) কোন প্রতিষ্ঠানে যদি কোন ব্যক্তি দুর্ঘটনায় পতিত হয় যাহার ফলে তাহার মৃত্যু ঘটে অথবা অনুরূপ কোন দুর্ঘটনার কারণে পরবর্তী ২০ দিনের মধ্যে প্রতিষ্ঠানে তাহার কাজে যোগদানের কোন যুক্তিসংগত সম্ভাবনা না থাকে, তবে অনুরূপ দুর্ঘটনাকে ক্ষেত্রানুসারে মারাত্মক (Fatal) বা গুরুতর (Serious) বলিয়া অভিহিত করা হইবে এবং উক্ত ঘটনা সংঘটিত হইবার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে টেলিফোন, ফ্যাক্স, ই-মেইল অথবা বিশেষ বার্তাবাহক দ্বারা নি¤ড়ববর্ণিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোটিস প্রদান করিতে হইবে । সূত্র: বিধি- ৬৯

  • সামান্য দুর্ঘটনার নোটিস।জ্জপ্রতিষ্ঠানে কোন দুর্ঘটনায় পতিত হইয়া আহত শ্রমিক ৪৮ ঘন্টার মধ্যে কাজে যোগদান করিতে সক্ষম না হইলে এবং দুর্ঘটনার কারণে অনধিক ২০ দিন পর্যন্ত কাজে অনুপস্থিত থাকিলে উক্তরূপ দুর্ঘটনাকে সামান্য (Minor) দুর্ঘটনা হিসাবে আখ্যায়িত করিয়া প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ফরম-২৭ অনুযায়ী দুর্ঘটনা ঘটিবার অনধিক দিনের মধ্যে বিধি ৬৯ এর উপ-বিধি (১) এর দফা (ক), (খ) ও (গ)-তে উল্লিখিত কর্তৃপক্ষের নিকট সংবাদ প্রেরণ করিতে হইবে। সূত্র: বিধি- ৭০ [সংশোধনী-২০২২ইং]
  • বিপজ্জনক ঘটনার নোটিস।জ্জকোন প্রতিষ্ঠানে বিস্ফোরণ, অগিড়বকাÐ, গৃহ ধ্বস অথবা মেশিনে গুরুতর দুর্ঘটনা ঘটিলে এবং ইহাতে কেহ ব্যক্তিগতভাবে আহত হউক বা না হউক, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনুরূপ দুর্ঘটনার সংবাদ তিন কর্মদিবসের মধ্যে ফরম-২৭(খ) অনুযায়ী বিধি ৬৯ এর উপ-বিধি (১) এর দফা (ক), (খ) ও (গ)-তে উল্লিখিত কর্তৃপক্ষকে অবহিত করিতে হইবে। সূত্র: বিধি- ৭১

অষ্টম অধ্যায় কল্যাণমূলক ব্যবস্থা

  • স্বাস্থ্য কেন্দ (Health Centre) ?

         উত্তরঃ যে সকল প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানসমূহ একই ভবনে বা একই স্থানে অবস্থিত সেইখানে পাঁচ হাজার বা ততোধিক শ্রমিক-কর্মচারী কর্মরত থাকিলে

(ক) প্রতিষ্ঠানের মালিক একটি স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করিবেন এবং অনুরূপ প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে শ্রমিকদের কাজ চলাকালীন চিকিৎসা করিবার জন্য নি¤বর্ণিত মেডিক্যাল স্টাফ থাকিতে হইবে, যথা:-

(অ) ৫,০০০ হইতে ৭,৫০০ শ্রমিকের জন্য ন্যূনতম দুইজন রেজিস্ট্রার্ড চিকিৎসক ;

(আ) ৭,৫০১ বা তদূর্ধ্বের জন্য ন্যূনতম তিন জন রেজিস্ট্রার্ড চিকিৎসক; এবং

(ই) প্রতি চিকিৎসকের জন্য ন্যূনতম একজন প্রশিক্ষণপ্রাপ্ত নার্স এবং ন্যূনতম একজন যোগ্যতাসম্পনড়ব ড্রেসার :

তবে শর্ত থাকে যে, একাধিক চিকিৎসক নিয়োগের বিধান থাকিলে অন্ততপক্ষে একজন মহিলা চিকিৎসক নিয়োগের চেষ্টা করিতে হইবে; সূত্র: বিধি- ৭৮

  • সেইফটি রেকর্ড বুক সংরক্ষণ ও সেইফটি তথ্য বোর্ড প্রদর্শন ?

         উত্তরঃ (১) ধারা ৯০ মোতাবেক প্রত্যেক কারখানা বা শিল্প-প্রতিষ্ঠানে সংরক্ষিত সেইফটি রেকর্ড বুকে নি¤বর্ণিত তথ্যসমূহ লিপিবদ্ধ থাকিতে হইবে এবং উহা পরিদর্শকের চাহিদা মোতাবেক সরবরাহ করিতে হইবে, যথা:-

(ক) বিপদ বা ঝুঁকির কারণ হইতে পারে প্রতিষ্ঠানে বিদ্যমান ও ব্যবহৃত এমন যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্যাদির তালিকা;

(খ) ব্যবহৃত রাসায়নিক দ্রব্যাদির বিষয়ে গৃহীত সতর্কতামূলক ব্যবস্থা, শ্রমিকের স্বাস্থ্যে ইহার সম্ভাব্য প্রভাব ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা;

(গ) কোন শ্রমিককে কি ধরনের ব্যক্তিগত সুরক্ষা উপকরণ বা যন্ত্রপাতি ব্যবহার করিতে হয় তাহার বিবরণ;

(ঘ) যন্ত্রপাতির পূর্ণাঙ্গ তালিকা;

(ঙ) অগিড়বনির্বাপণ মহড়ার তারিখ ও অংশগ্রহণকৃত শ্রমিকের সংখ্যা;

(চ) অগিড়বনির্বাপণ উপকরণসমূহের পুনঃভর্তিকরণের তারিখ;

(ছ) বৈদ্যুতিক ওয়ারিং ও যন্ত্রপাতির পরীক্ষা সংক্রান্ত তথ্য;

(জ) সেইফটি কমিটির সদস্যদের তালিকা ও এত সংক্রান্ত প্রশিক্ষণের তারিখ ও প্রশিক্ষণ গ্রহণকারীর সংখ্যা; এবং

(ঝ) সেইফটি সংক্রান্ত মালিক কর্তৃক গৃহীত অন্যান্য তথ্য।

(২) সেইফটি বুকে লিপিবিদ্ধ প্রধান প্রধান তথ্যসমূহ সকলের দৃষ্টিগোচর হয় এমন স্থানে উক্ত উদ্দেশ্যে প্রস্তুতকৃত ও টাঙ্গানো একটি সেইফটি তথ্য বোর্ডে প্রদর্শন করিতে হইবে।

     সূত্র: বিধি- ৮০

  • সেইফটি কমিটি গঠন ?

         উত্তরঃ (১) ধারা ৯০ক অনুযায়ী ৫০ (পঞ্চাশ) বা তদূর্ধ্ব সংখ্যক শ্রমিক নিয়োজিত রহিয়াছেন বা বৎসরের কোন এক সময় নিয়োজিত থাকেন এমন প্রত্যেক কারখানার বা শিল্প-প্রতিষ্ঠানের মালিকগণ সেইফটি কমিটি গঠন করিবেন :

তবে শর্ত থাকে যে, বিদ্যমান কারখানাসমূহের ক্ষেত্রে এই বিধিমালা কার্যকর হইবার তারিখ হইতে ৬ (ছয়) মাসের মধ্যে এবং এই বিধিমালা কার্যকর হইবার পরে স্থাপিত কারখানাসমূহের ক্ষেত্রে উৎপাদন চালু হইবার ৯ (নয়) মাসের মধ্যে সেইফটি কমিটি গঠন করিতে হইবে এবং ধারা ১৮৩ অনুযায়ী ঘোষিত প্রতিষ্ঠানপুঞ্জের মালিকগণও এলাকাভিত্তিক অথবা প্রতিষ্ঠানপুঞ্জের আওতা এক উপজেলার অধিক হইলে উপজেলাভিত্তিক সেইফটি কমিটি গঠন করিবেন।

(২) সেইফটি কমিটিতে মোট সদস্য সংখ্যা ৬ (ছয়) এর কম এবং ১২ (বার) এর অধিক হইবে না এবং উহাতে মালিক ও শ্রমিক পক্ষের সমসংখ্যক প্রতিনিধি থাকিবে।

(৩) কমিটিতে একজন সভাপতি, একজন সহ-সভাপতি, একজন সদস্য-সচিব ও সদস্যগণ থাকিবেন।

(৪) প্রম সভায় সদস্যগণ সর্বসম্মত সিদ্ধান্তμমে একজন সদস্য-সচিব নির্বাচন করিবেন।

(৫) কমিটি উহার সদস্যগণের মধ্য হইতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সংμান্ত বিশেষ কোন ক্ষেত্রের এবং বিভিনড়ব শাখা বা বিভাগের দায়িত্ব প্রদান করিতে পারিবে।

(৬) কমিটি উহার সভাপতি ও মালিকপক্ষের প্রতিনিধিগণকে কারখানা বা শিল্পপ্রতিষ্ঠাে নর মালিক বা ব্যবস্থাপনা পরিচালক মনোনয়ন প্রদান করিবেন এবং সহ-সভাপতি ও শ্রমিকপক্ষের প্রতিনিধিগণ যৌথ দরকষাকষি (সিবিএ) অথবা অংশগ্রহণকারী কমিটির শ্রমিক প্রতিনিধিগণ কর্তৃক কর্মরত শ্রমিকদের মধ্য হইতে মনোনীত হইবেন।

     সূত্র: বিধি- ৮১

  • সেইফটি কমিটি গঠন ?

        উত্তরঃ (৭) শ্রমিকের সংখ্যা অনুযায়ী সেইফটি কমিটির সদস্য সংখ্যার আনুপাতিক হার হইবে নি¤ড়রূপ, যথা:

(ক) ৫০ (পঞ্চাশ) হইতে ৫০০ (পাঁচশত) জন শ্রমিক কর্মরত রহিয়াছেন এমন কারখানা বা শিল্প-প্রতিষ্ঠানে সেইফটি কমিটির মোট সদস্য সংখ্যা হইবে সর্বোচ্চ ৬ (ছয়) জন;

(খ) ৫০১ (পাঁচশত এক) হইতে ১০০০ (এক হাজার) জন শ্রমিক কর্মরত রহিয়াছেন এমন কারখানা বা শিল্প-প্রতিষ্ঠানে সেইফটি কমিটির মোট সদস্য সংখ্যা হইবে সর্বোচ্চ ৮ (আট) জন;

(গ) ১০০১ (এক হাজার এক) হইতে ৩০০০ (তিন হাজার) জন শ্রমিক কর্মরত রহিয়াছেন এমন কারখানা বা শিল্প-প্রতিষ্ঠানে সেইফটি কমিটির মোট সদস্য সংখ্যা হইবে সর্বোচ্চ ১০ (দশ) জন;

(ঘ) ৩০০১ (তিন হাজার এক) হইতে তদুর্ধ্ব শ্রমিক কর্মরত রহিয়াছেন এমন কারখানা বা শিল্প-প্রতিষ্ঠানে সেইফটি কমিটির মোট সদস্য সংখ্যা হইবে সর্বোচ্চ ১২ (বার) জন

    সূত্র: বিধি- ৮১

More Details